প্রকাশিত: Tue, May 7, 2024 9:40 AM
আপডেট: Mon, Jan 26, 2026 4:54 AM

[১]সুন্দরবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সালেহ্ বিপ্লব, আনিস তপন: [২] প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনের সর্বশেষ পরিস্থিতি জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তদন্ত কমিটি গঠনসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

[২.১] মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভা বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, সুন্দরবনে লাগা আগুন নিয়ন্ত্রণে তবে শতভাগ নেভেনি। আগামী কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে। 

[২.২] মন্ত্রী আরো বলেন, বনের আগুন সহজে নেভে না। লতা পাতায় কোনো না কোনোভাবে আগুন থেকে যায়। ওই ঘটনায় ফায়ার সার্ভিসের পুরো টিম কাজ করছে। ৫৫ জন ফায়ার কর্মী দেড়শোর বেশি স্বেচ্ছাসেবক কাজ করছে। দেড় থেকে দুই কিলোমিটার দূর থেকে পানি এনে আগুন নেভানো হচ্ছে ঝুঁকি নিয়ে।  একটা চ্যালেঞ্জিং বিষয় ছিলো বলে উল্লেখ করেন তিনি। 

[৩] মন্ত্রিসভার বৈঠকে উত্থাপিত প্রত্নসম্পদ আইন, ২০২৪-এর খসড়ার কয়েক জায়গায় সংশোধনের পরামর্শ দিয়ে আইনটি যুগোপযোগী করে ফের খসড়া প্রণয়ন করতে বলেছে মন্ত্রিসভা।

[৩.১] জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি আইনের সংশোধনীর খসড়াও ফেরত পাঠিয়েছে মন্ত্রিসভা। সম্পাদনা: এম খান